নীলফামারীর প্রবীণ আইনজীবী জেলা বিএনপির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আনিছুল আরেফিন চৌধুরী (৮৫) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুম্মা নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম দফায় ও জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই গ্রামে বাদ আসর দ্বিতীয় দফায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রংপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকাল তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, জেলা শহরের উপজেলা সড়কে তার বাসা। গ্রামের বাড়ি জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই গ্রামে। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। একাধিকবার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন অন্যতম উপদেষ্টা ছিলেন। সামাজিক প্রতিষ্ঠান নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।
প্রবীণ এ আইনজীবী ও রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও খোলা কাগজের সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব লেলিন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
কেকে/ এমএস