চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটি কর্তৃক ‘নবীনবরণ ও এলামনাই পুনর্মিলনী-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জীববিজ্ঞান অনুষদে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয় এবং সোসাইটির গত বছরের সফল কার্যক্রমে অবদান রাখা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
সোসাইটির বর্তমান সভাপতি এস এম মুশফিক হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির প্রাক্তন সভাপতি নাদিয়া ইসলামসহ আরো অনেকেই। তিনি তার বক্তব্যের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসের গুরুত্ব কতখানি তা তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিয়ার রহমান, ভাইস-চ্যান্সেলর, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ক্লাব এ্যাডভাইজর। আতিয়ার স্যার বিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এ্যাক্টিভিটজ নিয়ে জীবনমুখী বক্তব্য তুলে ধরেন।
আরো উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. কাজী মিসবাউল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরো একজন সহকারী অধ্যাপক রুমঝুম ভূইয়াঁ। উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সম্মানিত ড. প্র. আজিজুল হাকিম।
সাংস্কৃতিক পর্বে সোসাইটির সদস্যরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য্য আরো বাড়িয়ে তোলেন। শেষে এবং সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সোসাইটির বিভিন্ন সাফল্য ও আগামীর কর্মপরিকল্পনা নবীনদের মাঝে উপস্থাপন করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কেকে/ এমএস