সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
দেশজুড়ে
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে দেয়াল, হামলায় আহত ৯
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৩৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণ। এতে বাধা দিতে গেলে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নারী ও শিশুসহ আহত হয়েছেন ৯ জন। আহতদের অনেকেই স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আবদুল আজিজ (৭০)। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে ঘটেছে। আব্দুল আজিজ ওই গ্রামের মৃত ছোবারত ব্যাপারীর ছেলে। 

আহতরা হলেন, আব্দুল আজিজ, তার স্ত্রী মেহেনা বেগম (৬৫), ছেলে মোকছেদ আলী(৩৮), মেয়ে রোকছানা আক্তার (২৭), রুজিনা আক্তার রিয়া (২১), রাজেকা আক্তার (২৯), নাতি রেজওয়ান মিয়া (১৯), রাকিব মিয়া (১০) ও রাফি মিয়া (৭)। 

অভিযোগে জানা যায়, জামাল গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মেহেনা বেগম ২০০৩ সালের ২ অক্টোবর জামাল মৌজার এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে ১৫ শতক জমি ক্রয় করেন। তখন থেকেই জমিটি দখলে ছিলো তাদের। হঠাৎ ওই জমির মালিকানা দাবি করেন রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামার মৃত বসন্ত বর্মণের ছেলে স্বপন বর্মন (৪৩)। এ নিয়ে উভয়ের মধে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা-মোকদ্দমাও চলছে। বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে মামলা নং ৯২/২৫, ১৪৬/২৫, ৪৮২/২৫ এবং ৪৬১/২৪ বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঘটনার দিন সকালে স্বপন বর্মন জমিটি নিজের দাবি করে সেখানে দেয়াল নির্মাণ শুরু করেন। এতে বাধা দিলে আবদুল আজিজ গং এর লোকজন গুরুতর আহন হন। 

এর আগে, গত ১২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে স্বপন বর্মনসহ একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে টিনের বাউন্ডারি ও একটি ছাপড়া ঘর ভেঙে ফেলে, ভেতরের আসবাবপত্র ভাংচুর করে এবং টিনসহ মূল্যবান সামগ্রী লুটপাট চালায়। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পলাশে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ ‎
পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close