গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বোদা-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিনের মোবাইল ফোন উদ্ধার করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জনান বক্তারা।
সময় বোদা প্রেস ক্লাবের সভাপতি আমির খসরু লাভলু, সাধারণ সম্পাদক এলাহী কুদরত ই আমিন সাগর, সহসভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বোদা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আশরাফুল ইসলাম ও মো. রুবেল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের আব্দুর রশিদসহ বোদা উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ মানবাধিকার ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস