বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক ও বাসস্টেশন এলাকায় অবস্থিত পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত ১১টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাশ পাহাড়ীকা ফিলিং স্টেশনের ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে বাসস্টেশন থেকে পায়ে হেঁটে নিজ বাসার উদ্দেশে রওনা দেয়।
এ সময় তিনি সদর উপজেলা পরিষদের সামনের মূল গেটের কাছাকাছি পৌঁছালে এক যুবক পিছন থেকে তার হাতে থাকা নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করে এবং দ্রুত বাউন্ডারি দেওয়াল টপকে পালিয়ে যায়।
এদিকে হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়ে হতভম্ভ হয়ে পড়ে ব্যবসায়ী নিখিল কান্তি দাশ, তিনি ছিনতাইকারী পিছনে ধাওয়া করলেও রাতের আঁধারে সে পালিয়ে যায়।
ব্যবসায়ী নিখিল কান্তি দাশ জানান, বিগত ২৫ বছর যাবৎ আমি বান্দরবানে ব্যবসা করছি কোনোদিন এমন ঘটনার সম্মুখীন হয়নি। ব্যবসায়ী নিখিল কান্তি দাশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিকে দ্রুত আটকের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।
কেকে/এএস