হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী লামার ফাইতংয়ে অবৈধ ইটভাটা ভাঙ্গার কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি ইটভাটার মধ্যে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (১৩ আগস্ট) বান্দরবানের লামায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ইটভাটাগুলো হলো— ইউনাইটেড ব্রিকস, এলাহি ব্রিকস, সেভেন ব্রিকস, এনআরবি ব্রিকস, শিরাত ব্রিকস এবং এমবিআই ব্রিকস।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, লামা উপজেলা ফায়ার সার্ভিস, লামা থানা পুলিশ ও ফাইতং পুলিশ ফাঁড়ি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া মেজর হাফিজের তত্বাবধানে সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে মহামান্য হাইকোর্টের নির্দেশে আজ এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস নামে দুটি ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি আরো চারটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে বান্দরবান পরিবেশ অধিদপ্তর গাছের চারা লাগিয়ে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেন।
কেকে/এজে