হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে আকিজ কোম্পানির সামনে ট্রাক ও মিতালি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের ১৩ যাত্রী ও ট্রাকের হেলপার আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বাহুবল উপজেলার আকিজ কোম্পানির সামনে ১৩ (আগস্ট) ভোর ৬ টার দিকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক নং ঢাকা মেট্রো ট -১৫-১৪১৮ ও সিলেট মুখী মিতালি পরিবহন ঢাকা মেট্রো ব-১১-৬৮৩২এর মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়।
এ সময় বাসটি রাস্তার পাশে পড়ে যায়, এতে বাসের যাত্রীসহ প্রায় ১৪ জন আহত হয়েছে। এ বিষয় বাহুবল মডেল থানার অফিসার ইনর্চাজ ওসি জাহিদুল ইসলাম জানান ট্রাক ও বাস উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেকে/এএস