ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলতি বছর থেকেই চালু হয়েছে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সেমিস্টার ফিসহ অন্যান্য লেনদেন পরিশোধের সুযোগ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তির এমন ব্যবহারে শিক্ষার্থীদের মধ্যে এনেছে স্বস্তি।
তথ্য বলছে, ২০২৫ সালের শুরুর দিকেই শিক্ষার্থীদের সুবিধার্থে তিনটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পূর্ণাঙ্গভাবে চালু করা হয়। মাত্র তিন মাসের মধ্যেই প্রায় ৭৫% শিক্ষার্থী অনলাইনে ফি পরিশোধ করেছেন। এর মধ্যে বিকাশে ফি পরিশোধ করেছেন প্রায় ৪০%, নগদে ২৫% এবং রকেটে ১০% শিক্ষার্থী। বাকিরা সরাসরি ক্যাম্পাসে কিংবা ব্যাংকের মাধ্যমে ফি দিয়েছেন।
আগে ফি পরিশোধে গড়ে ৩০-৪৫ মিনিট সময় লাগলেও এখন তা নেমে এসেছে মাত্র ২-৩ মিনিটে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফি পরিশোধের পাশাপাশি পাচ্ছেন রেফারেন্স নম্বর ও স্বয়ংক্রিয় রিসিট।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান বলেন, ‘আগে ফি দিতে ক্যাম্পাসে এসে লাইনে দাঁড়াতে হতো। এখন মোবাইল থেকেই কয়েক সেকেন্ডে ফি দিয়ে দিচ্ছি। ডিজিটাল ব্যাংকিং চালু হওয়ায় সময় বাঁচছে এবং ঝামেলাও কমেছে।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, ‘নগদ, রকেট ও বিকাশ—সব মাধ্যম চালু থাকায় আমাদের জন্য সুবিধা বেড়েছে। কেউ চাইলে যে মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটা ব্যবহার করতে পারছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সাল থেকে ধাপে ধাপে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে এটি কার্যকর পদক্ষেপ। পাশাপাশি প্রশাসনিক কাজের গতিও বেড়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ করে তুলবে এবং এটি ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় যুগোপযোগী এক পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।
কেকে/ এমএস