বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      
প্রিয় ক্যাম্পাস
ডিআইইউতে ডিজিটাল ব্যাংকিং সুবিধা, ফি পরিশোধে স্বস্তি শিক্ষার্থীদের
রাকিবুল ইসলাম, ডিআইইউ
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৩৪ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলতি বছর থেকেই চালু হয়েছে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সেমিস্টার ফিসহ অন্যান্য লেনদেন পরিশোধের সুযোগ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তির এমন ব্যবহারে শিক্ষার্থীদের মধ্যে এনেছে স্বস্তি।

তথ্য বলছে, ২০২৫ সালের শুরুর দিকেই শিক্ষার্থীদের সুবিধার্থে তিনটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পূর্ণাঙ্গভাবে চালু করা হয়। মাত্র তিন মাসের মধ্যেই প্রায় ৭৫% শিক্ষার্থী অনলাইনে ফি পরিশোধ করেছেন। এর মধ্যে বিকাশে ফি পরিশোধ করেছেন প্রায় ৪০%, নগদে ২৫% এবং রকেটে ১০% শিক্ষার্থী। বাকিরা সরাসরি ক্যাম্পাসে কিংবা ব্যাংকের মাধ্যমে ফি দিয়েছেন।

আগে ফি পরিশোধে গড়ে ৩০-৪৫ মিনিট সময় লাগলেও এখন তা নেমে এসেছে মাত্র ২-৩ মিনিটে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফি পরিশোধের পাশাপাশি পাচ্ছেন রেফারেন্স নম্বর ও স্বয়ংক্রিয় রিসিট। 

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান বলেন, ‘আগে ফি দিতে ক্যাম্পাসে এসে লাইনে দাঁড়াতে হতো। এখন মোবাইল থেকেই কয়েক সেকেন্ডে ফি দিয়ে দিচ্ছি। ডিজিটাল ব্যাংকিং চালু হওয়ায় সময় বাঁচছে এবং ঝামেলাও কমেছে।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, ‘নগদ, রকেট ও বিকাশ—সব মাধ্যম চালু থাকায় আমাদের জন্য সুবিধা বেড়েছে। কেউ চাইলে যে মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটা ব্যবহার করতে পারছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সাল থেকে ধাপে ধাপে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে এটি কার্যকর পদক্ষেপ। পাশাপাশি প্রশাসনিক কাজের গতিও বেড়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ করে তুলবে এবং এটি ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় যুগোপযোগী এক পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাবিতে জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন
প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি
কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ
শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close