জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর রংপুর ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহাবির হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রোমা।
রোববার (১০ আগস্ট) নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। ছেলে ও মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট, চুড়ুইভাতি ও সর্বশেষ আলোচনা সবার মাধ্যমে ২০২৫-২৬ সময়কালের কমিটি ঘোষণা করা হয়।
সকলের সহযোগিতা চেয়ে বর্তমান কমিটির সভাপতি মো. সাহাবির হোসেন সাব্বির বলেন, ‘প্রথমেই অশেষ কৃতজ্ঞতা সৃষ্টি কর্তার উপর যিনি আমাকে এ সম্মান দান করেছেন। সেই সাথে আমার প্রতি আস্থা রাখার জন্য সদ্য সাবেক কমিটিকে আন্তরিক ধন্যবাদ। নিজেদের অধিকার আর ব্যক্তি বিকাশের অন্যতম একটি মাধ্যম হিসেবে গড়ে তুলতে চাই এই এসোসিয়েশনকে সেই সাথে ঐক্যের একটা নিদর্শন রাখতে চাই। আর এই বিশ্ববিদ্যালয়ের গর্ব করে তুলতে চাই RDSA কে। আমি অধিক আশাবাদী যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের পাশে থেকে আমাদের সহায়তা করবে। সেই সাথে রংপুরের প্রতিটা প্রানের থেকে সাহায্য ও সহযোগিতা আমার একান্ত কাম্য।’
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জান্নাতুল ফেরদৌস রোমা বলেন, ‘সম্মানিত উপদেষ্টামন্ডলী সহ বিগত কমিটির সকলের প্রতি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি রংপুর বিভাগীয় এসোসিয়শনের মতো এতো বড় একটি সংগঠনের দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য। আশা করছি সকলের সর্বাত্মক সহযোগিতায় আসন্ন দিনগুলোতে আমি সততা আমি নিষ্ঠার সাথে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনে তৎপর থাকবো। রংপুর বিভাগীয় এসোসিয়েশনের মেলবন্ধন আরো জরালো হবে এই প্রত্যয় ব্যক্ত করছি।’
রংপুর ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন- যায়িদ সাদ এবং সানোওয়ার রাব্বি প্রমিজ।
উল্লেখ্য, রংপুর ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ৮ টি জেলা নিয়ে গঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি বৃহৎ ছাত্র সংগঠন।
কেকে/ এমএস