গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
রোববার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে বিভিন্ন পত্রিকা ও পোর্টালের সাংবাদিকরা মানববন্ধন করেছে।
এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক বলেন, ‘সরকারকে মত প্রকাশের বাধা, সাংবাদিককে হুমকি এর জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে । যেখানে সাংবাদিকদের বিচার নিশ্চিত হবে।’
এসময় জাগো নিউজের প্রতিনিধি ফারহান সাদিক বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ হত্যার যদি বিচার না হয়। জুলাই বিপ্লবের যে স্পিড তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবু সাঈদের ক্যাম্পাস থেকে বলে দিতে চাই আমাদের শরীরে এখনো রক্ত আছে। আর কোনো সহকর্মী কে হারাতে চাই না। যথাযথ বিচার চাই নইলে প্রতিটি ক্যাম্পাস থেকে আন্দোলনের ডাক দিব।
দৈনিক আমার দেশ প্রতিনিধি ইমন আলী বলেন, ‘আমরা চাই তুহিন হত্যার সুষ্ঠু বিচার যেন সম্পুর্ণ হয়। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিগত সময় বিভিন্নভাবে সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে। আমরা সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
কেকে/ এমএস