পটুয়াখালীর দশমিনায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান অসিম মেলকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বেতাগী বাজার থেকে তাকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম ।
গ্রেফতারকৃত আসামি উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অসিম মেলকার একই ইউনিয়নের মো. ফোরকান মেলকারের ছেলে।
থানা সূত্র জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকালে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন সময়। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ হামলা চালায় তাতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ বিএনপির। এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবলীগের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম খোলা কাগজকে বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে বৃস্পতিবার দুপুরে অসিম মেলকারকে গ্রেফতার করা হয় বিকাল ৪ ঘটিকায় আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
কেকে/এএস