আসন্ন টাইফয়েড (TCV) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।
সভায় জানানো হয়, টাইফয়েড একটি পানিবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগ, যা থেকে শিশুদের সুরক্ষা দিতে টিকা প্রদান অত্যন্ত জরুরি। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া এ ক্যাম্পেইনে বাউফল উপজেলার প্রায় ১ লাখ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে।
এই উদ্দেশ্যে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৭৬৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। ক্যাম্পেইন পরিচালনায় সহস্রাধিক স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক যুক্ত থাকবেন বলে সভায় জানানো হয়।
সফল টিকাদান নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নিবন্ধন কার্যক্রম আগেভাগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যাতে নির্ধারিত সময়ে টিকা প্রদান নিশ্চিত করা যায়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুল ইসলাম,উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী, বাউফল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিন, নার্সিং ওয়ার্ড ইনচার্জ মিনারা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সময়মতো টিকা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
কেকে/ এএস