ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন বাবু (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ধামরাই বাজার সড়কের মমতাজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন বাবু কুমিল্লা জেলার বাঙ্গুরিয়া থানার সোনারামপুর ইউনিয়নের আন্দিকুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। সে ধামরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাকুরিয়া পাড়া এলাকার আসাদ আলীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন বাসচালক ছিলেন এবং পলাশ পরিবহনে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং মাথার কিছু অংশ থেঁতলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক সড়কের পাশে রেখে চালক বারেক (৫০) পালিয়ে যান। তবে স্থানীয় জনতা ট্রাকের হেলপার আজিজ (৬৩) কে আটক করে পুলিশে সোপর্দ করে। হেলপার আজিজ সাভার থানার আমিনবাজার ইউনিয়নের পাচগাইছা এলাকার মৃত হান্নান মিয়ার ছেলে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকচালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এএস