ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের একুশে একাডেমি নামে একটি কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস চলাকালীন সময়ে স্কুলের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বজ্রপাতের প্রভাবে স্কুলের আয়াসহ ১০ জন শিক্ষার্থী আহত হয়। তাদের সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেয়।
প্রত্যক্ষ্যদর্শী সফিকুল ইসলাম জানান, স্কুলে ক্লাস চলাকালীন খুব কাছেই বজ্রপাতের ঘটনা ঘটে। বিকট শব্দ হয়। কিছু বুঝে উঠার আগেই শিক্ষক ও শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। এতে বিভিন্ন শ্রেণির ৯ জন ও আয়াসহ ১০ আহত হয়।
একুশে একাডেমির প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া জানান,‘ছাত্র-ছাত্রীদের সঙ্গে সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে তাদের সুস্থ অবস্থায় বাড়িতে পাঠানো হয়েছে।’
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় অভিভাবকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা ভীষণ উদ্বেগ প্রকাশ করেন।
কেকে/এএস