‘জয় বাংলা স্লোগান’ দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পরপরই একজনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর বালুচর নয়াবাজার এলাকায় কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৮ জন আহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম খোলা কাগজকে জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এক ঘণ্টার জন্য ফুটবল মাঠ ভাড়া নিয়ে খেলা শুরু করেন। তবে নির্ধারিত সময় শেষে তারা আরো দেড় ঘণ্টা অতিরিক্ত মাঠ দখলে রেখে খেলা অব্যাহত রাখেন। এ সময়ে ভেন্যু বুকিং করা অন্য খেলোয়াড়রা আপত্তি জানান। এনিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সেন্টারের অফিস কক্ষও ভাঙচুর করা হয়।
শিক্ষার্থীরা জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। এর মধ্যে শিক্ষার্থী ১১ জন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাকিব, রুবেল ও মাহি নামের ৩ শিক্ষার্থীর দাবি, ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। একসময় ছাত্রলীগের আশ্রয়ে থাকা জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি তাদের। তারা হামলার সময় ১ জনকে আটক করেতে পেরেছেন। আটক ব্যক্তি জানিয়েছে মামুনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটান পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম খোলা কাগজকে জানান, শিক্ষার্থীদের হাতে আটক একজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেল পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
তিনি জানান, হামলাকারী মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে আটক করতে ওই এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেছে।
কেকে/এএস