‘গাছ লাগান,পরিবেশ বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই’ এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি কলেজ মাঠে ২২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে এগ্রিকালচারিষ্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) রংপুর চ্যাপ্টার।
বুধবার (৬ আগস্ট) দুপুরে এগ্রিকালচারিষ্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব), রংপুর চ্যাপ্টার সাধারণত সম্পাদক কৃষিবিদ ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ারের সভাপতিত্বে চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
আরো বক্তব্য দেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম কালু, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, এ্যাবের রংপুর চ্যাপ্টার সভাপতি কৃষিবিদ আবু মো. আসাদুজ্জামান লাভলু, সিনিয়র সহসভাপতি কৃষিবিদ ড. আরসানুল সরকার, রংপুর বিএডিসির তত্বাবধায়ক প্রকৌশলী ড. শহিদুল ইসলাম শামীম প্রমুখ।
কেকে/ এমএস