৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগ বিজয় মিছিল রূপ নেয় জনসমুদ্রে। কেন্দ্র ঘোষিত বিকালের বিজয় মিছিলে অংশ নিতে কেরানীগঞ্জ, সাভার ও কামরাঙ্গীরচর থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয় বসিলা ব্রিজ ও ঘাটারচর রিয়াজ চত্বর এলাকায়। পরে বিকাল ৪ টায় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি'র নেতৃত্বে একটি বিশাল মিছিল বেড় হয়ে আটিবাজার-কলাতিয়া সড়কের ঝাউলা বাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
বিজয় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার অমি বলেন, ষোল বছর নানা নির্যাতন, জেল-জুলুম ও আর্থিক ক্ষতির শিকার হয়েও আপনারা বিএনপিকে ছেড়ে যাননি। এজন্য আমি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন; ১৯৭৫ সালে সিপাহি-জনতার হাত ধরে ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। খালেদা জিয়া নব্বইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। আর গত বছর তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহ-সভাপতি মোজাম্মেল হক ও নাজিম উদ্দিন, হাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক জানে আলম সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেকে/এআর