নওগাঁর নিয়ামতপুরে ১৬ বছর ধরে ছাতড়া কওমি ও হাফেজিয়া মাদ্রাসার জমি আওয়ামী লীগের নেতার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলামের নেতৃত্বে এই জমি পুনরুদ্ধারের মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরে আসবে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবন উদ্বাধন করেন উপজেলা বিএনপির সহসভাপতি ও নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশি প্রবীণ নেতা নুরুল ইসলাম।
পুনরুদ্ধারকৃত জমিতে মাদ্রাসার উদ্যোগে ৫তলা ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দীন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য ইছাহাক মন্ডলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেকে/এএস