বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’-উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির      
প্রিয় ক্যাম্পাস
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা ও গবেষণা সম্মেলন
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:০২ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মেলা সিজন ৩ এবং ১ম রিসার্চ সিম্পোজিয়াম ২০২৫।

সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ দুটি আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগ ও গবেষণাধর্মী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। 

সকাল ১০ টায় মার্কেটিং বিভাগে উদ্যোক্তা মেলায় অংশ নেয় ৫টি দল, যারা উপস্থাপন করে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ, সামাজিক উদ্যোক্তা কার্যক্রম, পরিবেশবান্ধব পণ্য ও ই-কমার্সভিত্তিক পরিকল্পনা। বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোর্স অনট্রাপ্রনারশিপ ডেভেলপমেন্ট এন্ড এসএমই ম্যানেজমেন্ট কোর্সের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়। যার তত্বাবধায়নে ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা।

এর এক ঘণ্টা পর সকাল ১১টায় ব্যবসায় শিক্ষা অনুষদের ষষ্ঠ তলায় শুরু হয় ১ম রিসার্চ সিম্পোজিয়াম ২০২৫। সেখানে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে মার্কেটিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থাপন করেন নানাবিধ গবেষণাপত্র।

উদ্যোক্তা মেলায় বিশেষ দৃষ্টি কাড়ে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের স্টার্টআপ, গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়নকেন্দ্রিক সোশ্যাল বিজনেস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়ের সুযোগ করে দেয়ার মতো নতুন পরিকল্পনা। এসময় সেরা উদ্যোক্তা হিসেবে ‘টিম দক্ষতা ডটকম’কে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিভাগের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নুরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এই মেলা ও সিম্পোজিয়াম তরুণদের সৃজনশীলতা ও গবেষণার এক অসাধারণ সমন্বয়। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে। শিক্ষার্থীরা যে উদ্ভাবনী চিন্তা ও গবেষণার দক্ষতা প্রদর্শন করেছে, তা দেশের ব্যবসা ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।’

এছড়াও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন সহ প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা, প্রভাষক মাহমুদা আক্তার এবং প্রভাষক সুমনা আকতার সুমি আয়োজন পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন আইডিয়া স্টল ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেন, ‘একই দিনে শিক্ষার্থীরা সৃজনশীলতা ও গবেষণার দুটি বড় প্ল্যাটফর্ম পেল। এগুলো তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং জাতির উন্নয়নে অবদান রাখবে।’

বিভাগের প্রভাষক ও মেলার তত্বাবধায়ক ও কোর্স ইনস্ট্রাক্টর জনাব কুমার বিশ্বজিৎ সাহা বলেন, ‘চার বছরের গ্র‍্যাজুয়েশন শেষে হয় কেউ কাউকে পরিচালিত করবে নয়তো তারা পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সবাই চাকরির জন্য প্রস্তুতি নেন। এরমধ্যে বড় একটা অংশ আছে, যারা নিজেদের মতো করে নতুন কিছু করে দেখাতে চান। তাদের জন্যই একটা কোর্স অন্তর্ভুক্ত রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে সেইসব জ্ঞান বিনিময়ের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’-উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
সুন্দরগঞ্জে হতদরিদ্র ২৬ হাজার কার্ডধারীকে স্বল্পমূল্যে চাল বিতরণ
কেশবপুরে ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ, ব্যাহত শিক্ষা কার্যক্রম
লামায় ‘নতুন কুঁড়ি’ এর প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
কেরানীগঞ্জে নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই: সমাজকল্যাণ সচিব
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষক বিক্ষোভে আটক ২৭ জন মুক্ত

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close