বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      
দেশজুড়ে
সাবেক সেনাপ্রধান এম হারুন-উর-রশিদের রহস্যজনক মৃত্যু
অরুণ বৈষ্ণব, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:০৮ পিএম আপডেট: ০৪.০৮.২০২৫ ৬:১৭ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও সেকেন্ড ফোরামের সাবেক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-উর-রশিদের মরদেহ চট্টগ্রামের অভিজাত চিটাগাং ক্লাব থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য এবং প্রশ্নের জন্ম দিয়েছে বিভিন্ন মহলে।

জানা গেছে, রোববার (৩ আগস্ট) ঢাকা থেকে চট্টগ্রাম এসে চিটাগাং ক্লাবে অবস্থান করছিলেন। সোমবার (৪ আগস্ট) সকালে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

এক পুলিশ কর্মকর্তা জানান, ‘আপাতত তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তারা চট্টগ্রামে পৌঁছেছেন এবং ক্লাবে উপস্থিত রয়েছেন।

জানা যায়, হারুন-উর-রশিদের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের হাধুরখীল গ্রামে। সেনাবাহিনীর দায়িত্ব পালনকালে তিনি একজন সৎ, নীতিবান ও দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান।
অবসরের পর তিনি আলোচিত ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবে যুক্ত হন। গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় তাকে কারাগারেও যেতে হয়েছিল। এই মামলার একটি শুনানির জন্যই তিনি চট্টগ্রামে এসেছিলেন বলে ধারণা করছে সংশ্লিষ্ট সূত্র।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সাবেক সেনাপ্রধানের হঠাৎ মৃত্যুতে সামরিক, রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সাবেক সেনাপ্রধান   রহস্যজনক মৃত্যু   তদন্ত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বে প্যানেল ঘোষণা
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম
রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close