কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১১টার সময় ভেড়ামারা থানার বারোমাইল লিচুবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ভুক্তভোগীর স্বামী মো. সোহেল তার স্ত্রী, মোছা. আরিফা (২৪),কে নিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় কুটির বাজারে ভাড়া থাকেন। মোছা. আরিফা ভেড়ামারা থানায় বারোমাইল ডিজে ফরিদা হোটেলে রান্নার কাজ করে। গত শনিবার রাত আনুমান ১১:১০ ঘটিকার সময় মোছা. আরিফা হোটেলের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় স্বামীর সঙ্গে মো. রুবেলের ভ্যানযোগে বাসায় ফেরার পথে ভেড়ামারা থানার বারোমাইল লিচুবাগান নামক স্থানে ৬/৭ জন লোক তাদের পথরোধ করে স্বামী সোহেলকে মারধর করে আটকে রেখে স্ত্রী আরিফাকে হাইওয়ে রাস্তার পাশে লিচুবাগান নামক স্থানে নিয়ে ৩/৪ জন জোরপূর্বক ধর্ষণ করে বলে জানা যায়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো : ১। কালু প্রামাণিক(৪৬), পিতা-মৃত মোজাম্মেল প্রামাণিক, গ্রাম মসলেমপুর, ২। মুর্শিদ শেখ (৪৫), পিতা-মোজাম্মেল শেখ, গ্রাম-ষোল দাগ, ৩। টিটু মন্ডল ওরফে টিপু (৪২), পিতা-মৃত আকছেদ মন্ডল, ৪। এজাজুল(৪২), পিতা-মৃত নবীর মন্ডল, গ্রাম-ষোল দাগ, ৫। রুবেল আলী (২৪), পিতা-মৃত হাবিবুল সরদার, গ্রাম-ষোলদাগ সর্বথানা-ভেড়ামারা জেলা, কুষ্টিয়া।
এ ব্যাপারে, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
কেকে/ এএস