আওয়ামী লীগ আবারো ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে তার মন্ত্রী-এমপিদের নিয়ে শলা-পরামর্শ করে দেশে সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছেন।
তিনি আরো বলেন, সেনাবাহিনীর মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়ার ঘটনা এ ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আওয়ামী ফ্যাসিবাদ চলে গেলেও তাদের অনুসারীরা এখনো প্রশাসন ও বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। তারা আগামী নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে চাইছে।
জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চক্ষু শিবির, চশমা বিতরণ, ছানি অপারেশন ও অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হয়।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেন এবং ঢাকা আসগর আলী হাসপাতালের কার্ডিয়াক এনেস্থেসিওলজি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম। তারা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ প্রায় ১ হাজার ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, সিরাজদীখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাঈল হোসেন।
কেকে/ এমএস