খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার পৌর প্রশাসক নাজমুন।
এ সময় পৌর প্রশাসক বলেন, খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ১৫ কোটি ২ লাখ ১ হাজার ২২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা। এ ছাড়া বাজেটে সর্বোচ্চ ব্যয় স্বাস্থ্য খাতে এবং সর্বনিম্ন ব্যয় টেলিফোনে ও ওয়াইফাই বিল দেখানো হয়েছে। তবে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।
পৌরসভার সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পৌরসভার পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, পৌর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ পৌর শহরের ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গণ্যমান্যরা অংশগ্রহণ করেন।
কেকে/এএম