পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় বাঞ্ছারামপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বাঞ্ছারামপুর ও জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা) মো. তারিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গবেষণা কর্মকর্তা এসইডিপিড. গৌতম কুমার রায়, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।
বক্তারা বলেন, এ পুরস্কার শিক্ষার্থীদের পড়ালেখায় আরো উৎসাহিত করবে এবং তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পিবিজিএসআই স্কিমের আওতায় মোট ৩৬ জন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রেরণের কথা থাকলেও, ৩ জনের তথ্য না পাওয়ায় ৩৩ জন শিক্ষার্থীর তথ্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
কেকে/ এমএস