ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ২৫টি পরিবারকে বিনামূল্যে ২৫ টি বকনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণীসম্পদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার উপজাতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ও ঠাকুরগাঁও কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. অমল কুমার রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, বিএনপির সাধারণ সম্পাদক আলিফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, ডা. রমেন রায় ভেটেরিনারি সার্জন, ডা. করিমুলসহ (এলইও) আরো অনেকে।
কেকে/ এমএস