ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে পৌঁছে দলের স্থানীয় নেতাকর্মীর সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন,‘মহরীন চৌধুরী শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি শিক্ষিকা হিসেবে ছাত্র ছাত্রীদের জীবন বাঁচানোর জন্য যে দায়িত্ব পালন করেছেন সেটি অনন্য। বাচ্চাদের জীবন রক্ষায় শিক্ষিকা হিসেবে, মা হিসেবে সত্যিকার অর্থে একজন আলোকিত মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে এখানে এসেছি।’
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, সদস্য সচিব এইচএম সাইফুল্লাহ রুবেল, সদস্য মো. সৈয়দ আলী, মো. আহম্মেদ সাইদ চৌধুরী ডিডু, মো. আনিছুর রহমান কোকো, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ময়নুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী। সেদিনের দূর্ঘটনায় সময় তিনি নিজের জীবন বিপন্ন করে অন্তত ২০ শিক্ষার্থীর জীবন রক্ষা করেন। ২২ জুলাই বিকাল চারটার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি তার নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।
কেকে/ এমএস