পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ৩৩ জন মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুমের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন - সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ. মাহাতাব হোসেন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, কাশিপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ-হেল-বাকি, ফুলবাড়ী জসিমিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার,ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি আরাবুর রহমান পাশা, অনন্তপুর দাখিল মাদ্রাসার দাখিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী) জাহিদ হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে ফুলবাড়ী উপজেলার মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
কেকে/ এমএস