শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      
দেশজুড়ে
কিশোরগঞ্জে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
হারিছ আহমেদ, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:৩৮ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইসরাত জাহান রুমার বাড়িতে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। 

সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে সদর উপজেলার রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

এসময় মুখোশধারী ৬-৮ জন ডাকাত বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

ভুক্তভোগীরা বলেন, একটি নীল রঙের পিকআপ নিয়ে ডাকাত দল বাড়ির সামনে আসে। মুখোশ পরা ডাকাতরা প্রধান গেটের তালা ভেঙে ফটকের সিটকারি কেটে ঘরে ঢোকে। এরপর অ্যাডভোকেট ইসরাত জাহান রুমা, তার মা আনোয়ার জাহান ও শাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ভেতরে রক্ষিত ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাদের পরনের গয়নাও ছিনিয়ে নেয় ডাকাতরা।

আনোয়ার জাহান জানান, ‘আমার সামনে কুড়াল ধরে ভয় দেখায়। মেয়ের শাশুড়ি চিৎকার দিয়েছিল, কিন্তু তারা ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেয়। শরীর থেকে গয়নাও খুলে নেয়।’

চিৎকার শুনে পাশে থাকা ইসরাত জাহানের দেবর হোসাইন সারোয়ার লিটন ছুটে আসেন। তিনি জানান, ডাকাতরা নীল পিকআপে পালিয়ে যায়। তাদের একজন শারীরিকভাবে কুঁজো ছিল, আর বাকিদের মুখ ঢাকা ছিল।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন ঈদু বলেন, এমন ভয়াবহ ডাকাতির ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি। এতে মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহিদুল আলম বলেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

ঘটনাটি কিশোরগঞ্জে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার এখন সময়ের দাবি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকাতির ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লিখিত অভিযোগ না আসায় মামলা এখনো হয়নি। তবে তদন্ত চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close