ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকের মাঝে ৪৫টি ন্যাপস্যাক স্প্রেয়ার স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এডিপি প্রকল্পের আওতায় আখাউড়ার ৪৫ জনের গ্রুপভুক্ত কৃষকের মাঝে ন্যাপস্যাক স্প্রেয়ার স্প্রে মেশিনগুলো বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা এমরান হোসেন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নাঈমা জান্নাত প্রমুখ।
এ সময় উপজেলার গ্রুপভুক্ত ৪৫ জন কৃষক উপস্থিত থেকে স্প্রে মেশিনগুলো বুঝে নেন।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, ফসলের পোকামাকড় দমনের জন্য এ মেশিনে বোলাইনাশক, কীটনাশক স্প্রে করা হয়। আজকে উপজেলার গ্রুপভুক্ত ৪৫জন কৃষকের মাঝে ৪৫টি স্প্রে মেশিন, ৪৫টি গাম বুট, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
কেকে/এএস