বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা উমর ফারুক (হারুন মাস্টার) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার (২৮ জুলাই) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
আজ জোহরের নামাজের পর কটিয়াদিতে তার নামাজে জানাজার পর নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। অঞ্চলের শোকবিহব্বল কয়েক হাজার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেন।
বিবৃতিতে বলা হয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক ও খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা উমর ফারুকের (হারুন মাস্টার) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দল। তার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এক আদর্শবান ত্যাগী নেতাকে হারিয়েছে। খেতমজুর ইউনিয়ন হারিয়েছে তার এক পরীক্ষিত সংগঠককে।
শোক বিবৃতিতে সাইফুল হক উমর ফারুককে জনগণের প্রতি দায়বদ্ধ সৎ ও নীতিনিষ্ট মানুষের উজ্জ্বল প্রতিনিধি হিসাবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, তার জীবন ও কর্ম রাজনৈতিক আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবে।
বিবৃতিতে তিনি উমর ফারুকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
কিশোরগঞ্জ-কটিয়াদি এলাকার সংগঠক উমর ফরুক (হারুন মাস্টার) গতরাতে আকস্মিকভাবে শ্বাসকষ্টে কিশোরগঞ্জের কটিয়াদির নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাশ করা উমর ফারুক কিশোরগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজির হারুন মাস্টার হিসাবে খ্যাতি অর্জন করেন।
কেকে/এজে