নীলফামারীর সৈয়দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে সৈয়দপুর শ্বাষকান্দর সিনিয়র মাদ্রাসা মাঠে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখানে শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, শ্বাষকান্দর সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মান্নান সরকার, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রংপুর শাখার ব্যবস্থাপক মো. করিমুল্লাহ, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কাজী মাশুকুল আলম ও সহকারী নির্বাহী কর্মকর্তা মো. রেহান আলী রনি প্রমুখ।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রংপুর শাখার ব্যবস্থাপক মো. করিমুল্লাহ জানান, ব্যাংকের রংপুর ও সৈয়দপুর শাখার উদ্যোগে চার শতাধিক বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। এসময় মাদ্রাসা মাঠে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
কেকে/এএম