রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার দেবিদ্বারের মাহতাব রহমান ভুঁইয়ার (১৪) কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমানবাহিনী।
রোববার (২৭জুলাই) দুপুরে মাহতাবের বাড়ি আসেন বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাটির একটি প্রতিনিধি দল। উইং কমান্ডার মো. আতিক হাসানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি মাহতাব কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাহতাবের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের প্রতি সমবেদনা জানান বিমানবাহিনী।
বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশবাসীসহ বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে শোকাহত। বিমান বাহিনীর সকল সদস্য ও আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আমরা মাহতাব রহমান ভুঁইয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করতে এসেছি।
মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভুইয়া বলেন, আমি আল্লাহর কাছে একটিই চাই! আমার ছেলে যেন শাহাদাতের মর্যাদা পায়। আমি যেন শহিদের বাবা হিসেবে আল্লাহর দরবারে চলে যেতে পারি। বাংলাদেশের মানুষ যেভাবে মাহতাবের নাম ধরে ধরে দোয়া করেছে। যারা আমার কাছে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।
বিমানবাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান আরো বলেন, আমরা ও সারা দেশবাসী দোয়া করছি এই শোক যেন কাটিয়ে উঠতে পারি। মাহতাবের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়ে এখন হাসপাতালে আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার দিন থাকার পর ২৪ জুলাই দুপুর ১টা ৫০ মিনিটে মাহাতাব রহমান ভুইয়ার মৃত্যু হয়। একই দিন রাত ১০টার পর মাহাতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় মাহাতাবের। মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সঙ্গে থাকত উত্তরার একটি ভাড়া বাসায়।
কেকে/এএম