শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
কুমিল্লার কাঁচা বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি
শাহ ইমরান, কুমিল্লা
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৪:৩৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

কুমিল্লার নিমসার কাঁচা বাজার দেশের অন্যতম বৃহৎ কাঁচা সবজি বাজার। ট্রানজিট পয়েন্ট হিসেবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এ বাজার কাঁচা বাজারের মালামাল ক্রয় বিক্রয়  হয়। রাত থেকে সকাল ভোর পর্যন্ত চলে এ বাজারের ক্রয় বিক্রয়।

রোববার (২৭ জুলাই) সরেজমিনে কুমিল্লার নিমসার কাঁচা বাজার গিয়ে দেখা যায়, এ বাজারের টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি ধরে, গাজর ৪০ টাকা, দেড়স ৩০ টাকা, শসা ৩৫ টাকা, পেপে ২০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া ৪০ টাকা পিছ।।

এ বাজার থেকে মাত্র ১০ কিলোমিটার দূরের কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে ধনিয়াপাতা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকায়, পেপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ১০০ টাকা পিছ, চিচিঙা ৭০ টাকা কেজি, গাজর ১৩০ টাকা কেজি, দেরস ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, করলা ৬০ টাকা, জিঙ্গা ১০০, সিম দেশি ২৫০ টাকা— এভাবে প্রতিটি সবজির দাম রাখা হচ্ছে বেশি।

কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকার কৃষক মনির হোসেন, রহমত আলী, মজিদ মিয়া সকালে নিমসার বাজারে কাচা মরিচ বিক্রি করেছেন ৫০ টাকা কেজি ধরে। এ বাজারের টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি ধরে, গাজর ৪০ টাকা, দেড়স ৩০ টাকা, শসা ৩৫ টাকা, পেপে ২০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া ৪০ টাকা পিছ।

নিউমার্কেটে সবজি ক্রয় করতে আসা সবজি ক্রেতা বাঁধন জানান, আমরা সাধারণ মানুষ সবজি ক্রয় করতে এসে খুব বিপাকে পড়ে যাই সবজির এতো দাম—যে জায়গায় এক কেজি ক্রয় করতাম এখন আধা কেজি কিনে খেতে হয়। তবে প্রশাসনিকভাবে বাজার তদারকি করলে আমাদের জন্য অনেক ভালো হবে। 

কুমিল্লা নগরীর নিউমার্কেটের খুচরা সবজি বিক্রেতা জামাল হোসেন বলেন, বেশ কিছু সবজির মৌসুম এখন প্রায় শেষ। যেসব সবজির মৌসুম শেষ হয়েছে সেগুলোর দাম বেড়েছে। মৌসুম শেষ হওয়ায় বাজারে এসব সবজির সরবরাহ কিছুটা কম। ফলে সবজিগুলোর দাম বেড়েছে। নতুন মৌসুমের সবজি উঠার আগ পর্যন্ত কিছুটা বাড়তি থাকবে। ধনিয়া পাতা বিক্রি করছেন ২৫০ থেকে ৩০০ কেজি ধরে। কাঁচা মরিচ বিক্রি করছেন ২০০ থেকে ২৫০ টাকা কেজি ধরে। দেশি সিম ২০০ থেকে ২৫০ টাকা কেজি। 

এ বিষয়ে কথা হয় নিমসার বাজারের জাবালে নূর বাণিজ্যালয়ের মো. সুমন মিয়া, নোয়াখালি মাইজদী বাণিজ্যালয়ের আব্দুর রহমান, লিটন বাণিজ্যালয়ের মো. শাহালম মিয়া, আনন্দ বাণিজ্যালয়ের নজরুল ইসলামসহ অনেকের সাথে। তারা জানান, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ী এ আড়তে সবজি নিয়ে আসে। বাজারে যখন যে দাম থাকে আমরা সে দামে বিক্রি করে দেই। আমরা শুধু নির্দিষ্ট একটা কমিশন রাখি।

নগরীর রাজগঞ্জ, চকবাজার, নিউমার্কেট, রানীর বাজারসহ কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপকালে জানা যায়, প্রতিটি বাজারেই সিন্ডিকেট রয়েছে। এসব সবজি বাজারে আসার আগে সিন্ডিকেট তার দাম নির্ধারণ করে দেয়। কেউই নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি করতে পারবে না। খুচরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের তারাই নিয়ন্ত্রণ করে।

ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জেলার ১৭টি উপজেলায় আমি একজন মাত্র কর্মকর্তা বাজার তদারকি করছি। আমাদের লোকবলের সংকট রয়েছে। আমরা নিমসার কাঁচাবাজারসহ নগরীর বিভিন্ন কাঁচাবাজারে মনিটরিং করবো। ব্যবসায়ীদের ক্রয় ভাউচার যাচাই বাচাই করে অযাচিত ও অতিরিক্ত দাম রাখলে জরিমানাসহ তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  কাঁচা বাজার   সবজি   ঊর্ধ্বগতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জুলাই পুনর্জাগরণে কুলিয়ারচরে ‘মা সমাবেশ’
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
বৈরী আবহাওয়ায় মাছ শিকারে যেতে পারছে না জেলেরা
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close