কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম আজম সৈকত, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কিসলু সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তারেক রহমানকে কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আলোচনা শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
কেকে/এএস