জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টর থেকে ফিটনেসবিহীন বিআরটিসি বাস অপসারণ, ঢাকামুখী বাস চালুসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সব বাস আটকে প্রথম গেট সংলগ্ন সড়ক অবরোধ করে এসব দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দ্রুত ফিটনেসবিহীন বাসগুলো অপসারণ এবং যথাযথ ফিটনেস সহ নতুন বাস সংযোজন করতে হবে; সমস্যা সমাধানে শুধু আশ্বাস নয় নির্দিষ্ট তারিখ দিতে হবে; পরিবহন মালিক সমিতির সঙ্গে বসে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটের ভাড়া দ্রুত সময়ে সমন্বয় করতে হবে, রাজধানী অভিমুখী বাসের ব্যবস্থা করতে হবে; সব বাসের চালক ও তাদের সহকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে।
এদিকে, আন্দোলনস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান আগামী ২০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি জমা দেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পরিবহনে বর্তমানে ১৫টি বাস রয়েছে। এর মধ্যে ভাড়ায় চালিত বিআরটিসির বাস ছয়টি। বিআরটিসির বাসগুলোতে যাতায়াতের সময় নিয়মিত নানা সমস্যা দেখা দিচ্ছে। বিআরটিসির এসব ফিটনেসবিহীন বাসগুলো অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েক দফা জানানোর পরও কোনো সমাধান না পেয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
কেকে/ এমএস