রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ কিশোর গ্যাং সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) এ অভিযানে ১৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, শুভ, তানভীর, সৈয়দ মুরসালিন, ফারুক, তামিম, জাহিদ হীরা, সজীব, তরুণ, সোহরাওয়ার্দী, ইমরান, মামুন, মনিরুল, শাকিল ওরফে হৃদয় ও ফরিদা আক্তার। এর মধ্যে মাদক ব্যবসায়ী ২ জন, ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন,পর্নোগ্রাফি মামলায় ১ জন।
উদ্ধার হয়েছে ২টি দেশীয় ছুরি দৈর্ঘ্য ২৭.৫ ইঞ্চি ২টি চাপাতি দৈর্ঘ্য ১১.৫ ইঞ্চি ১টি লোহার স্টিক দৈর্ঘ্য ২৭.৫ ইঞ্চি ৩টি স্মার্ট মোবাইল ফোন ২টি সামুরাই দৈর্ঘ্য ২০ ইঞ্চি ৪টি রড দৈর্ঘ্য ২২ ইঞ্চি।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মেহেদী হাসান বলেন, পুলিশের নিয়মিত অভিযানে এসব অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিদের আদালতের প্রেরণ করা হয়েছে।
কেকে/এএস