ফেনীর সোনাগাজীতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে সোনাগাজী পৌরসভার রওজাতুল উলুম রহমানিয়া মাদরাসা ও এতিম খানায় যুগান্তর সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনের সভাপতিত্বে ও সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও. মো. মোস্তফা, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, জেলা সহকারি পরিচালক খুরশিদ আলম, হেফাজতে ইসলামের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাও. নুরুল আলম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাগর, সোনাগাজী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম রিয়াদ, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক ওমর ফারুক, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক এসএন আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন, মাদরাসার মুহতামিম মাও. মোশাররফ হোসেন, সিনিয়র শিক্ষক মাও. মাফুজ উল্যাহ, ক্বারী বেলাল উদ্দিন, মাওলানা মুহিব উল্যাহ ও ক্বারী করিমুল হক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন রওজাতুল উলুম রহমানিয়া মাদরাসা ও এতিম খানার সিনিয়র শিক্ষক মাও. নুরুল আবছার।
স্মরণ সভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম একজন দেশপ্রেমিক শিল্পপতি ছিলেন। তিনি দেশকে ভালোবেসে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। যুদ্ধ বিধস্ত দেশের অর্থনীতির ভিত্তি দাঁড় করাতে তিনি কর্মমুখী উদ্যোক্তা হিসেবে মাঠে নেমে পড়েন। সফল একজন ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তা হিসবে তিনি দেশের কয়েক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন।
কেকে/এজে