শ্রীপুরে তাকাওয়া পরিবহনের নৈরাজ্য দীর্ঘ দিনের। রাস্তায় আইনের কোনো রকম তোয়াক্কা না করে প্রশিক্ষনবিহীন ড্রাইভার দিয়ে গাড়ি চালানো, গাড়িতে যাত্রীদের হয়রানী করা, গাড়িতে একা মহিলা যাত্রী থাকলে তাকে ধর্ষণ করার মত জঘন্য অপরাধে তারা অভিযুক্ত। একটি তাকাওয়া অন্যটি মামুন পরিবহন—যাত্রীবাহী বাস দুটি মহাসড়কে পাল্লা দিয়ে চলতে গিয়ে তাকাওয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের ওপর উঠে যায়।
এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুজন যাত্রী আহত হন। এ দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাকাওয়ার সাথে রাস্তায় অন্য গাড়ির এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। যা অত্যন্ত ভয়ংকর মরন ফাঁদ। এদের কাছে মানুষ অসহায়। কথাগুলো বলছিলেন ওই দিন তাকাওয়া গাড়ির ধাক্কার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা এক স্থানীয় প্রত্যক্ষদর্শী ।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সি অ্যান্ড বি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের কানন মিয়া। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা দুজন একই অটোরিকশায় যাত্রী ছিলেন। তবে বাস দুটির যাত্রীদের বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটির সময় মামুন পরিবহনের একটি দুরপাল্লার বাস ও তাকওয়া পরিবহনের একটি হাইওয়ে মিনিবাস পাশাপাশি পাল্লা দিয়ে চলছিল। রাস্তার পাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায় কেউ কাউকে ছাড় না দিয়ে মামুন পরিবহনের বাসটি তাকওয়া পরিবহনের বাসকে ওভারটেক করতে গেলে হঠাৎ তাকওয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের ডিভাইডারে উঠে যায়।
এ সময় অল্পের জন্য পেছনের দুটি মাইক্রোবাস দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে সড়কের পাশে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ধারণ করেন শরিফুল ইসলাম নামের এক যুবক। তিনি মহাসড়কে অপেক্ষারত অবস্থায় এ দৃশ্য দেখতে পান। শরিফুল বলেন, বাস দুটি ওভারটেক করতে গিয়ে বিপজ্জনকভাবে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছিল। তখনই তিনি স্মার্টফোনে ভিডিও করেন। এ সময় মুহূর্তেই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকের ওপর উঠে যায়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। দোষী পরিবহনের বিরূদ্ধে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে। তবে সবাই মিলে অভিযোগ দিলে আমদের ব্যবস্থা নেওয়াটা সহজ হয়।
কেকে/এজে