নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে মো. সেলিম ফারুককে আহ্বায়ক ও এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু।
বিজ্ঞপ্তিতে নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
বিষয়টি বুধবার রাত পৌনে ১০টার দিকে নিশ্চিত করেছেন সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
তিনি বলেন, আমাকে সবাই দোয়া করবেন যেন সফল এবং সুন্দরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারি। এজন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
দলীয় সূত্র জানায়, ২০২০ সালের ১৬ জানুয়ারি ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আ.খ.ম আলমগীর সরকার সভাপতি ও জরুহুল আলম সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ওই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কেকে/ এমএস