কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর একটি চৌকস দল। পরে বিকেল ৩টায় র্যাব-১০ এর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কক্সবাজার থেকে নিউ বলেশ্বর নামে একটি এসি বাসযোগে ইয়াবার একটি বড় চালান ঢাকার কেরানীগঞ্জের দিকে আসছে। খবর পাওয়ার পরপরই র্যাব সদস্যরা মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার কাছে অবস্থান নিয়ে বাসটিকে থামিয়ে তল্লাশি চালান। এসময় চারজন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জ্যোতি খাতুন (২৫), রানা (৩৫), মো. সোহেল মোল্লা (৩৩) এবং শান্তা ইসলাম (২৫)।
তাদের মধ্যে জ্যোতি খাতুনের দেহে শালীনভাবে তল্লাশি চালিয়ে হলুদ টেপে মোড়ানো তিনটি ব্যাগের ভেতর রাখা ১৮৬টি এয়ারটাইট প্যাকেট থেকে মোট ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া আসামিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
কেকে/ এমএস