শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
জাতীয়
প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে
অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যার বিচার: আসিফ নজরুল
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:২২ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৮:৩৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হবে। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে।

সোমবার (১৪ জুলাই) বিকালে শহরের হাজীগঞ্জ এলাকায় এর উদ্বোধন করেন অর্ন্তবর্তীকালীন সরকারের পাঁচ উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের স্মরণে বাংলাদেশের সর্বপ্রথম স্মৃতিস্তম্ভ। দেশের আরও কয়েকটি জেলায় জুলাইযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে সরকার। 

জুলাই আন্দোলনে শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন। 

ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ


অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হবে। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোন গাফিলতি হবে না। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আমরা কেন বিজয়ী হয়েছিলাম? কারণ ফ্যাসিস্টকে বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের ওই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য অটুট থাকলে আমরা সামনেও বিজয়ী হবো। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এইবার আমরা কেন বিজয়ী হয়েছিলাম? নির্ভীকভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল ছাত্ররা। সেদিন যদি এভাবে তারা যদি না দাঁড়াতো তবে ৫ আগস্ট আসতো না। ফলে তাদেরকে স্মরণে রাখতে হবে। তাদের আত্মবিসর্জনকে সম্মান দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। দেশ গড়ার সংগ্রামে সবাই সজাগ ও সতর্ক থাকবেন। 

আদিলুর রহমান খাঁন বলেন, ফ্যাসিবাদী পুঁজিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বহু গুম হয়েছে। অনেক আয়নাঘর তৈরি হয়েছে। সেই লম্বা সময়ের একটা সময় বাংলাদেশের তরুণ ও ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে মাঠে নেমে আসে। এ সরকার গণঅভ্যুত্থানের সরকার। বাংলাদেশে যাতে আর কোন ফ্যাসিবাদী শক্তি দাঁড়াতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে  হবে। যদি ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করে তা দমন করা হবে। তিনি আরও বলেন, গণভবন ফ্যাসিবাদবিরোধী জাদুঘর হবে। গণভবন হবে স্বৈরাচারের ঠিকানা। আমরা তা সংরক্ষণ করব। দেশের মানুষ দেখবে কীভাবে স্বৈরাচার মানুষকে অত্যাচার করতো। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে জুলাই আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে ৫৬ জন শহিদ ও সাড়ে তিনশ জন আহত হয়েছে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  অন্তর্বর্তী সরকার   জুলাই হত্যার বিচার   আসিফ নজরুল   জুলাই স্মৃতিস্তম্ভ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক
বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
ডিএনএ’র মাধ্যমে সনাক্ত হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবেন গ্রামে
যুক্তরাষ্ট্র না রাশিয়া, সাগরের তলদেশের শক্তিতে কে এগিয়ে?
আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

সর্বাধিক পঠিত

‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close