জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তার উদ্যোগ নিয়েছে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ ও LifeWave.
রোববার (১৩ জুলাই) এক বিবৃতিতে এ উদ্যোগের কথা জানানো হয়।
জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মুখপাত্র সৈয়ব আহমেদ সিয়াম এ বিষয়ে বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে আমরা যারা রাজপথে ছিলাম, তারা শুধু চোখের সামনে রক্ত আর আগুন দেখিনি—আমরা দেখেছি ভয়, গুম, গ্রেফতার, এবং নিপীড়নের নগ্ন রূপ। কেউ হারিয়েছেন বন্ধু, কেউ রাতের পর রাত ঘুমাতে পারেননি আতঙ্কে, কেউ এখনও হঠাৎ শব্দে কেঁপে ওঠেন। এ অভ্যুত্থান আমাদের অনেককে মানসিকভাবে গভীরভাবে নাড়া দিয়ে গেছে। এ বাস্তবতা মাথায় রেখে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ মনে করে , এখন সময় এসেছে মানসিক স্বাস্থ্যের দিকটিও গুরুত্ব দিয়ে দেখা। আন্দোলনের স্মৃতি আমরা লালন করি, শহিদদের সম্মান করি, কিন্তু যারা বেঁচে আছেন—যারা ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন—তাদের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকেই আমরা একসাথে কাজ শুরু করছি LifeWave-এর সাথে Project MindRestore নামের একটি মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম।’
জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান সজীব জানান, ‘আমাদের এ সেবা আন্দোলনে অংশ নেওয়া আহত ছাত্র-জনতার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আহত বন্ধুরা আমাদের দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর আমাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ টিম তাদের সাথে যোগাযোগ করে সেবা প্রদানের ব্যবস্থা করবে। রেজিস্ট্রেশন লিংক https://tinyurl.com/julyahoto থেকে সেবাপ্রার্থীরা আবেদন করতে পারবেন।’
উল্লেখ্য, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে সায়েন্টিফিক জার্নাল প্রকাশ ও বই লেখার কাজ করছে। তাদের বই ‘শহিদদের শেষ মুহূর্তগুলো’ সিরিজ আকারে প্রকাশিত হয়ে আসছে।
কেকে/ এমএস