জুলাই শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া করেন বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা শাখা।
শুক্রবার (১১ জুলাই) বিকালে বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুর রহমানের সভাপতিত্ত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনিত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল মজিদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, বাঞ্ছারামপুর উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীন, উপদেষ্টা হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলার সাধারণ সম্পাদক শামীম নূর ইসলাম।
সভায় নেতৃবৃন্দ বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। খলিফা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত করা। জীবনের সকল কাজ একনিষ্ঠ মনে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য করা এবং আল্লাহর প্রিয় বন্দা হওয়ার চেষ্টা করা। দ্বীন ও ইসলামের প্রয়োজনে নিজেদের জান মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করার জন্য সব সময় প্রস্তুত থাকা।”
নেতৃবৃন্দ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি মাওলানা বাছির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, দরিয়া দৌলত ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ, সোনারামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম, ইমাম সমিতির সহসভাপতি মো. লিটন মিয়া, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন প্রমূখ।
কেকে/এআর