বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
জুলাইযোদ্ধারা ৭১-এর মুক্তিযোদ্ধাদের সুযোগ্য উত্তরসূরি : ড. ইকবাল হোসেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:৩৬ পিএম
মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ড. ইকবাল হোসেন (বায়ে), নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি (মাঝে) ও আমন্ত্রি

মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ড. ইকবাল হোসেন (বায়ে), নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি (মাঝে) ও আমন্ত্রি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা বীরত্ব ও ত্যাগের মধ্যদিয়ে প্রমাণ করেছেন তারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীরমুক্তিযোদ্ধাদের সুযোগ্য উত্তরসূরি। নাগরিক ও পেশাজীবী হিসেবে সবাইকে নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বাংলাদেশকে একটি বৈষম্যহীন আত্মমর্যাদাশীল সমৃদ্ধি, সম্প্রীতি ও শান্তির স্থিতিশীল রাষ্ট্রশক্তিতে পরিণত করার মধ্যদিয়ে জুলাই শহিদদের প্রতি সম্মান দেখাতে হবে।

শুক্রবার (১১ জুলাই) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি কাজী সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সম্মিলিত নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক কবির প্রধান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন—ছড়াকার ও সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, যুব কাউন্সিলর মেহরাব হোসেন অপু, খোলা কাগজের পাঠক সংগঠন এগারজর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুভ, সমাজকর্মী মোক্তার হোসেন মুক্তু, ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরামের মনিরুল ইসলাম মনির প্রমুখ।

জুলাই আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানিয়ে আফজাল হোসেন পন্টি বলেন, জুলাই যোদ্ধারা আমাদের দেখিয়ে দিয়েছেন দেশের চেয়ে বড় কিছু নেই। সমাজের যে রীতিনীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শুধু তরুণদেরই আছে। যুবারা সেই তারুণ্যের ওপর ভর করে দেশের কাজে নিয়োজিত থাকবে বলে আমাদের প্রত্যাশা।
 
পরে অতিথিরা মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে উদ্বোধন করেন। প্রথম দিনে প্রায় তিন শতাধিক সেবাগ্রহিতার রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ কয়েক বছর ধরে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে বেশ আলোচিত একটি সংগঠনে পরিণত হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধানে এটি একটি বড় প্লাটফর্মে রূপ নিয়েছে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  জুলাই অভ্যুত্থান   ছাত্র-জনতা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিয়েতে মাইক বাজানোয় শাস্তি, বেত্রাঘাত এবং ৩০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড
বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close