মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের ২৪৯তম রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পদোন্নতিপ্রাপ্ত ২১ জনের মধ্যে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে ৫ জন এবং সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন ১৬ জন।
অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, অর্থনীতি বিভাগের ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, ফার্মেসি বিভাগের ড. মো. আশরাফ আলী, পরিসংখ্যান বিভাগের ড. মাশফিকুল হক চৌধুরী ও ড. সৈয়দ মহিবুল হোসেন এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
এছাড়া সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মো. আওরঙ্গজেব আকন্দ, নিলুফার ইয়াসমিন, সুমনা শারমিন ও মাহমুদা আক্তার, অর্থনীতি বিভাগের রোকসানা আখতার ও ছাবিহা বিনতে হাসান, রসায়ন বিভাগের পীযূষ কান্তি রায় ও ড. শারমিন সুলতানা, গণিত বিভাগের সঞ্জয় কুমার সাহা ও মো. শফিকুল ইসলাম (তুহিন), ফার্মেসি বিভাগের মোহাম্মদ সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লুবনা ইয়াসমিন পিংকি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের মেরিনা খাতুন ও সায়মা সাবরিনা, ইংরেজি বিভাগের ইফতেখার আহমেদ এবং ব্যবস্থাপনা বিভাগের সুব্রত বণিক।
কেকে/এএস