মিনি ট্রাকে ৫০ হাজার ইয়াবা, র্যাবের ফাঁদে হলদিয়ার শফি
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১১:৪০ পিএম
গ্রেফতার মাদক কারবারীরা। ছবি : প্রতিনিধি
অবশেষে ৫০ হাজার পিস ইয়াবাসহ র্যাব-১৫ এর জালে ধরা পড়েছেন কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালংয়ের ‘নীরব ব্যবসায়ী’ শফি আলম।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে টেকনাফের উনচিপ্রাং এলাকায় র্যাবের চেকপোস্টে তার ব্যবহৃত মিনি ড্রাম-ট্রাক থামিয়ে এ বিশাল ইয়াবার চালান জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যাংয়ের উনচিপ্রাং নির্মাণাধীন ব্রিজসংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল। এক পর্যায়ে সন্দেহজনকভাবে এগিয়ে আসা চট্টমেট্রো-ড-১১-০৭৮৬ নম্বরের মিনি ড্রাম-ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং শফিসহ দুইজনকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র শফি আলম (৪২), অপরজন পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকার সগির শাহর পুত্র মো. শাহজাহান (৩৩)।
উদ্ধারকৃত মাদক ও মোবাইল ফোন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে তারা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতেন। লোকচক্ষুর আড়ালে শফি ছিলেন একজন পরিচিত ব্যবসায়ী, কিন্তু বাস্তবে তিনি ছিলেন বড় মাদক চক্রের সক্রিয় সদস্য।
স্থানীয় এক প্রবীণ বলেন, ‘বাইরে শান্ত-ভদ্র, ভেতরে বিষ! শফির মতো লোকদের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘হলদিয়ায় এমন আরো অনেকে আছে, এখন শুধু সময়ের অপেক্ষা।’
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।