কুমিল্লার মুরাদনগরে নারীর বিবস্ত্র ভিডিও ছড়ানোর প্রধান অভিযুক্ত শাহ পরানের পাঁচ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (৯ জুলাই) কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিবস্ত্র ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ‘মূলহোতা’ শাহ পরানের ১০ দিন রিমান্ড চেয়ে গত ৬ জুলাই কুমিল্লা আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামের এক নারী ধর্ষণে শিকার হয়। এ সময় অভিযুক্ত ফজর আলীকে নামে এক যুবককে আটক করে পিটুনি দেন স্থানীয়রা।
এ ঘটনায় ২৭ জুন মুরাদনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী। এরপর অভিযানে নেমে ধর্ষণের দায়ে রাজধানী থেকে ফজর আলীকে এবং পর্নোগ্রাফি মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে বাহেরচর গ্রামের শাহপরান, সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফকে গ্রেফতার করা হয়। রিমান্ড প্রাপ্ত শাহপরান ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীর আপন ছোট ভাই।
কেকে/এএম