নওগাঁর পত্নীতলায় আমবাহী পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম (৩৬) নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম এ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) রাতে নজিপুর-সাপাহার সড়কে এ দুর্ঘটনা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।
কেকে/এএস