মানিকগঞ্জের সাটুরিয়া থানা থেকে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরো ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) উপজলো ছাত্রলীগের সক্রিয়কর্মী গোলাম রাব্বিকে ছাড়িয়ে নিতে রাতে থানার সামনের সড়ক অবরোধ করে গোলাম রাব্বির পরিবার ও স্বজনরা।
এ সময় ছাত্রলীগকর্মী গোলাম রাব্বির পরিবার প্রিজন ভ্যানের সামনে গিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা পুলিশ সদস্যকে গালাগালি ও রাব্বিকে ছেড়ে দিতে হুমকি দিতে থাকে। আসামিদের কোর্টে নিতে বাধা দিলে পুলিশ ৪ জনকে আটক করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় সোমবার বিকালে পৃথক অভিযান চালিয়ে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬, সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মো. হেলাল উদ্দিন(৫৪), সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয়কর্মী গোলাম রাব্বি (২৬) গ্রেফতার করি।
ছাত্রলীগকর্মী গোলাম রাব্বিকে থানায় নিয়ে আসার পর থেকেই তার পরিবারের সদস্যরা ভিড় করতে থাকে। হট্টগোল করে আসামি রাব্বিকে ছেড়ে দিতে বলে। এ সময় নিরাপত্তার জন্য থানার মূল গেট আটকে দিলে গেট ভাঙার চেষ্টা করে ও রাব্বিকে ছেড়ে দিতে বলে। এ সময় সাটুরিয়া-পাকুটিয়া সড়কের থানার সামনের সড়ক অবরোধ করে রাখলে যানজটের সৃস্টি হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম আরো বলেন, ৪ জন আসামিকে থানা থেকে প্রিজন ভ্যানে করে আদালতের উদ্দেশে রওনা হলে রাব্বির পরিবারের সদস্যসহ আরো ৩০-৪০ জন প্রিজন ভ্যান থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তা-ধস্তি শুরু হলে আমরা রাব্বির পরিবারের ৪ জনকে আটক করলে পরিবেশ শান্ত হয়।
এ ব্যাপারে সাটুরিয়া থানার এসআই মো. আব্বাস উদ্দিন বলেন, আসামি ছিনিয়ে নেওয়াসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রলীগকর্মী রাব্বির পিতা মো. আছর উদ্দিন (৫০), রাব্বির মাতা রোজিনা বেগম (৪৫), রাব্বির ভাই মো. রিফাত ইসলাম (১৭) এবং রাব্বির স্ত্রী আজরিন আক্তার (১৯) আটক করি।
এ ঘটনায় সাটুরিয়া থানার এসআই মো. আব্বাস উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে আমি বাদী হয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করি, যার মামলা নং ৯/৮-৭-২৫। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, ছাত্রলীগকর্মী রাব্বির পরিবারের ৪ সদস্যদের রাতে আটক করে আইনি পক্রিয়া শেষে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আর এখন থানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
কেকে/এএস