চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রার্দুভাব। দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল। একইসঙ্গে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মশারি টানিয়ে অভিনব কর্মসূচি পালন ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছেন পরিবেশ রক্ষা উন্নয়ন ও উন্নয়ন সোসাইটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (৭ জুলাই) বিকালে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সামনে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির ব্যানারে তারা এমন অভিনব জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেন। এদিন অভিনব এ কর্মসূচিতে চোখ আটছে সাধারণ মানুষের। রীতিমতো সেখানে উৎসুক মানুষের জটলা সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই জনসচেতনতা সৃষ্টি করতে এ কর্মসূচি পালন করছি। মূলত আমি মশার মধ্যে ঢুকে আছি, এটা একটা প্রতীকী বিষয়। এর মাধ্যমে আমি ও আমরা মিলে সাধারণ মানুষকে সচেতন করতে চাই। সবাই যদি মশারি টানিয়ে ঘুমাই তাহলে ডেঙ্গু থেকে অনেকইটাই মুক্তি পেতে পারি। তবে মশারিই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় নয়। বরং আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, সে অনুযায়ী কাজ করি তাহলে আমরা ডেঙ্গু থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারবো।’
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, ডক্টর হেলথকেয়ার হাসপাতালের চেয়ারম্যান হাজী আবুল কাসেম মোল্লা, প্রতিবন্ধী শিশু ও যুবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মহিন সরদার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আনিসসহ জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস